Wednesday , April 2 2025

ডিমের মূল্য বৃদ্ধিতে যোগসাজশ: পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারিকে ৭২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ডিমের বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সরবরাহ নিয়ন্ত্রণের অভিযোগে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডকে বাহাত্তর লাখ দুই হাজার নয়শ’ তিহাত্তর (৭২,০২,৯৭৩) টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিবেদন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে কমিশন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে।

তদন্তে উঠে আসে, প্রতিষ্ঠানটি ডিম ব্যবসায়ীদের গাড়ি পাঠানোর পর বাজার দরের চেয়ে ৩০-৪০ পয়সা বেশি দামে বিক্রি করত। নির্ধারিত মূল্যে বিক্রয়ে রাজি না হলে ব্যবসায়ীদের ডিম সরবরাহ বন্ধ রাখত। এছাড়া, কমার্শিয়াল লাল ডিমের সঙ্গে হ্যাচিং ডিম মিশিয়ে তা কমার্শিয়াল দামে বিক্রয়ে বাধ্য করা হতো।

প্রতিযোগিতা আইন, ২০১২ এর ধারা ১৫ লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত প্রতিবেদন ও শুনানিতে আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর কমিশন অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করার সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটির গত তিন বছরের গড় টার্নওভারের ভিত্তিতে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়।

রায় অনুসারে, জরিমানার অর্থ ৩০ কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে। ব্যর্থ হলে প্রতিদিন অনধিক ১ লক্ষ টাকা হারে অতিরিক্ত জরিমানা গুনতে হবে। তবে প্রতিযোগিতা আইন অনুযায়ী প্রতিষ্ঠানটি রায়ের বিরুদ্ধে রিভিউ বা আপিল করতে পারবে।

This post has already been read 9862 times!

Check Also

প্রান্তিক খামারিদের ঝরে পড়া রোধে বিপিআইসিসি’র ৬ প্রস্তাব

এগ্রিনিউজ২৪.কম: চলতি মাসে ডিমের দাম অস্বাভাবিক কমে যাওয়ায় অনেক খামারি মুরগি বিক্রি করে দিচ্ছেন। প্রতিবছর ৩ …