নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশাল সদরে কৃষিসিনেমা প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে উপজেলার মুকুন্দপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জাামান। কুইজ প্রতিযোগিতার আয়োজন করায় উপস্থিত দর্শকের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সিমিট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এই সিনেমা প্রদর্শনে ৫ জন কুইজবিজয়ীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা হলেন- মো. জাহাঙ্গীর হোসেন, মো. সাকিব খান, মোসা. হাছিনা বেগম, মো. বাদশা মিয়া এবং মো. হান্নান হাওলাদার।