নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি সর্বোচ্চ ৬.৭৫ টাকা হারে নির্ধারণ করা হয়েছে। আজ (০২ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৬ (খ) ধারাতে প্রদত্ত ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর উক্ত আদেশ জারি করে বলে জানা যায়। এ সিদ্ধান্তের ফলে কৃষক ও ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যে আলু সংরক্ষণের সুযোগ পাবেন এবং বাজারে দাম স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, কোল্ড স্টোরেজ মালিকদের এ আদেশ মেনে চলতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন মহল। তবে, কিছু ব্যবসায়ী মনে করছেন, নির্ধারিত ভাড়া বাস্তবায়নে কার্যকর তদারকির প্রয়োজন হবে।