Thursday , April 10 2025

রাজশাহীতে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম (রাজশাহী) :  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী কর্তৃক আয়োজিত এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশ এর সহযোগীতায় ” কৃষক প্রশিক্ষণ ” অনুষ্ঠিত হয়েছে।  প্রশিক্ষণে প্রধান অতিথি ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও মেধা বিকাশের  জন্য নিরাপদ খাদ্য উৎপাদন এর বিভিন্ন পরামর্শ দেন।

গত মঙ্গলবার (০৪ মার্চ) রাজশাহী উপ পরিচালকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক কৃষিবিদ মোছা: উম্মে ছালমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ওবায়দুর রহমান মন্ডল, পরিচালক, সরেজমিন উইং,ডিএই, খামারবাড়ি, ঢাকা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহীর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো: আজিজুর রহমান এবং কৃষিবিদ ড. মো: আবু জাফর আল মুনছুর, ডিডি মনিটরিং, সরেজমিন উইং, ডিএই, খামারবাড়ি, ঢাকা।

অনুষ্ঠানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন ড. এম মনির উদ্দিন, কনসালট্যান্ট, এসএসিপি-গেইন, বাংলাদেশ । এবং প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের কৃষকদের পুষ্টির মান উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। প্রশিক্ষণে উপস্থিত কৃষকবৃন্দ প্রকল্প বিষয়ক বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।

এরপর প্রধান অতিথি রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নিয়ে কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে রাজশাহী বিভাগীয় মাসিক সভায় মত বিনিময় করেন। সভায় প্রণোদনা পূনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন, বাজারে সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত মনিটরিং এবং গ্রীষ্মকালীন সবজির উচ্চফলনশীল জাতের চাষাবাদ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কৃষিকথার মাধ্যমে কৃষি তথ্য ও প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বেলা ৩ টায় পবা উপজেলার পাকুরিয়া মাঠে বারি মসুর-৮ এর মাঠ দিবসে প্রধান অতিথি অংশ গ্রহণ করেন ।

এ সময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বারি মসুর-৮ এটি উচ্চ ফলনশীল জাত। এর বিশেষ বৈশিষ্ট্য হলো  ষ্টেমফাইলিয়ামব্লাইট (পাতা ঝলসানো) রোগ প্রতিরোধী এবং নাবিতে বপনযোগ্য (নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত) বপন করা যায়। তিনি আরো বলেন, মসুর ডাল খেলে একদিকে যেমন আমিষের চাহিদা পূরণ হবে অন্যদিকে আমাদের শরীরে জিংক ও আয়রন এর চাহিদাও পূরণ হবে।  তাই অধিক পরিমানে ডাল ফসলের আবাদ বৃদ্ধি করতে হবে। আর এজন্য মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে কৃষকের পাশে থেকে কাজ করার অনুরোধ করেন।

উক্ত মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক, ডিএই, রাজশাহী অঞ্চল, উপপরিচালক, ডিডি মনিটরিং,  ডিএই, খামারবাড়ি, ঢাকা, গেইন এর প্রতিনিধি, জেলা প্রশিক্ষণ অফিসার, এডিডি, উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা, রাজশাহী, কৃষক কৃষাণী ভাই-বোনেরা এবং কৃষি তথ্য সার্ভিসসহ প্রায় ২০০ জন।

This post has already been read 4969 times!

Check Also

সিলেটে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত …