বৃহস্পতিবার , মার্চ ৬ ২০২৫

আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজীকরণে DLS e-Trade Portal চালু

নিজস্ব প্রতিবেদক: আমদানি ও রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS)  চালু করেছে “DLS e-Trade Portal”। এটি বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন কেন্দ্রের সহযোগিতায় উন্নত করা হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে লাইসেন্স আবেদন, নবায়ন ও অনুমোদন সংক্রান্ত কাজ সম্পাদনের সুযোগ প্রদান করবে।

এই পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে লাইসেন্স আবেদন, নবায়ন আবেদন এবং আমদানি অনুমোদন (NOC) এর জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, অনুমোদন ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করা যাবে।

গত ২৬-২৭ ফেব্রুয়ারি প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ঢাকার একটি হোটেল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অধিদপ্তর জানিয়েছে, মার্চ ২০২৫ থেকে সমস্ত আমদানি ও রপ্তানি কার্যক্রম “DLS e-Trade Portal”-এর মাধ্যমে পরিচালিত হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, ক্যাটাগরি-২ লাইসেন্সধারী সকল ব্যবসায়ীদের জন্য “DLS e-Trade Portal” ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য অধিদপ্তরের ড্রাগ শাখার মিনি কনফারেন্স রুমে একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে, যার হটলাইন নম্বর: ০১৩৪০৫১৭২৮৭, ০১৩৪০৫১৭২৮৮।

এই উদ্যোগ বাংলাদেশে বাণিজ্য সহজীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ব্যবসায়ীদের সময় ও খরচ কমাতে সাহায্য করবে -জানিয়েছে অধিদপ্তর।

পোর্টালের লিংক: https://etrade.dls.gov.bd

This post has already been read 30 times!

Check Also

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৬টি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর প্রাথমিকভাবে বন্ধের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন মন্ত্রণালয় এর আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৬টি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর প্রাথমিকভাবে …