বৃহস্পতিবার , মার্চ ৬ ২০২৫

আহকাব-এর উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে অ্যানিমাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB)-এর আয়োজনে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। আহকাব পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু সুফিয়ান, বিপিআইসিসি সভাপতি শামসুল আরেফীন খালেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং সংগঠনের সফলতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আহকাব সভাপতি সায়েম উল হক বলেন, “আমাদের সংগঠনের সদস্যদের একত্রিত করার পাশাপাশি এই আয়োজন পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

সংগঠনের মহাসচিব মোহাম্মদ আফতাব আলম বলেন, “এই ইফতার মাহফিল আমাদের সবার জন্য একটি মিলনমেলা। আমরা প্রতি বছর এটি আয়োজন করি এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।

This post has already been read 27 times!

Check Also

এগ্রো বিজনেস এসোসিয়েশন অফ বাংলাদেশ এর নতুন কমিটি ঘোষণা

বিশেষ সংবাদদাতা: বাংলাদেশের কৃষি ব্যবসার উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এগ্রো বিজনেস এসোসিয়েশন অফ বাংলাদেশ …