রবিবার , মার্চ ৯ ২০২৫

বরিশালে অতিরিক্ত কৃষি সচিবের সাথে কৃষি কর্মকর্তাদের মতবিনিময়

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে অতিরিক্ত কৃষি সচিবের সাথে কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ মার্চ) নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হলরুমে এই মতবিমিয় সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) মো. জাকির হেসেন। ডিএইর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক মো. হাবিবউল্লাহ্ এবং কৃষি মন্ত্রণালয়ের উপসচিব (সম্প্রসারণ-৪) আক্তারুন্নাহার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম, বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জামাল হোসেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রতন কুমার গণপতি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা রেজওয়ান বিন হাফিজ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদ আল নূর প্রমুখ। মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি বলেন, কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমানোর জন্য ফসলের উৎপাদন বাড়ানো দরকার। এক্ষেত্রে হাইব্রিড বীজের প্রাপ্যতা বৃদ্ধি করা চাই। আর তা দেশের উৎপাদিত বীজের মাধ্যমেই যেন করা যায়। এছাড়া জমিতে জৈব-অজৈব সারের সুষম প্রয়োগ এবং পরিবেশ বান্ধব কৃষি উৎপাদনে জৈব বালাইনাশক ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য তিনি উপস্থিত কর্মকর্তাদের প্রতি নিদের্শনা দেন।

This post has already been read 48 times!

Check Also

পাবনায় বারি মসুর-৮ এর বীজ সংরক্ষণ ও বিপণন সক্ষমতা বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ

মো. গোলাম আরিফ (পাবনা) : পাবনায় “Hermetic Bag” ব্যবহার করে বারি মসুর-৮ এর বীজ সংরক্ষণ …