নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রাণিজ আমিষ ও ফিড শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইব্রাতাস ট্রেডিং কোম্পানি এর যৌথ উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত উক্ত মাহফিলে দেশের প্রাণিজ আমিষ সেক্টর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উদ্যোক্তা, বিজ্ঞানী, ও সরকারি-বেসরকারি আর্থিক খাতের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মো: মুসলিম চৌধুরি, চেয়ারম্যান, সোনালী ব্যাংক পিএলসি, সভাপতি, চট্টগ্রাম সমিতি – ঢাকা (সাবেক অর্থ সচিব, সাবেক সি.এ.জি বাংলাদেশ সরকার), ড. মো: মহিউদ্দিন, সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কৃষিবিদ ড. মো: নজরুল ইসলাম, সাবেক জাতীয় সংসদ সদস্য, সাবেক সভাপতি AHCAB এবং ম্যানেজিং ডিরেক্টর আরহাম এগ্রোভেট; এ.টি.এম মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (অব.) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; তৌফিকুল আরিফ, অতিরিক্ত সচিব (অব.) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ড. বয়যার রহমান, ডিরেকটর এডমিন, DLS; মো. শামসুল আরেফিন খালেদ, প্রেসিডেন্ট, BPICCও FIAB এবং পরিচালক নারিশ পোলট্রি ও হ্যাচারি; মো. আবু জাফর, ব্যবস্থাপনা পরিচালক, দ্যা প্রিমিয়ার ব্যাংক পি এল সি, শামসুল আরেফিন, ব্যবস্থাপনা পরিচালক, এনসিসি ব্যাংক পি এল সি, আবদুল কাইয়ুম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, দ্যা প্রিমিয়ার ব্যাংক পি এল সি, আবদুর রাজ্জাক, ডিরেক্টর আইসিটি, বাংলাদেশ ব্যাংক, ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক, প্রধান প্রকৌশলী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সফিউল আজম, জেলা জাজ (অব.) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাজমিলুর রহমান ই ভি পি, ইউ সি বি ব্যাংক পিএলসি, মোঃ আতিকুর ইসলাম, মাহমুদ রিয়াদ ভিপি ইউ সি বি ব্যাংক পিএলসি, প্রফেসর ড. ইলিয়াস হোসাইন, ডিপার্টমেন্ট অফ পোল্ট্রি সাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, প্রফেসর ড. মো: শওকত আলী, ডিপার্টমেন্ট অফ পোল্ট্রি সাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, বাবু কার্তিক সেন, এস ই ভি পি, এনসিসি ব্যাংক পিএলসি, ইমতিয়াজ উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, পদ্মা ব্যাংক পি এল সি, এ এম আমিরুল ইসলাম মন্টু, সভাপতি, BAFIITA, মো: আফতাব আলম, জেনারেল সেক্রেটারি, AHCAB, ডা. বিপ্লব কুমার প্রামাণিক, জেনারেল সেক্রেটারি, WPSA, জয়ন্ত কুমার দেব, জেনারেল সেক্রেটারি, BAFIITA, সোহেল আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর, গ্রামীণ শক্তি, নাজিম উদ্দিন হেলালী, সিইও বার্জার বাংলাদেশ লিমিটেড, শরিফুল হক, ডেপুটি ডিরেক্টর, DLS, ড. শেখ শাহীনুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর হেলথ, DLS, মো: মোসাদ্দেক আলী, সাবেক ডিজি DLS, রবিউল আলম পারভেজ, সিনিয়র এসিস্টেন্ট ডিরেক্টর, DOF, মো. জিয়াউল হক জুয়েল, সিএফইও, DOF, মুজিবর রহমান, সিনিয়র অফিসার, DOF প্রমুখগণ। এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন AHCAB, WPSA, BAFIITA, FIAB, BPIA, BAPCA, BAB, FBCCI, BPICC, VET Association এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ প্রায় ৮০০ জন অতিথি।
অনুষ্ঠানটি শুরু হয় আসরের নামাজের পর হযরত মাওলানা মো: আবুল কালাম আজাদ, খতিব, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ – এর বয়ানের মাধ্যমে। শুরুতেই রমজানের তাৎপর্য ও এর নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। সেখানে রমজানের গুরুত্ব, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আস্থা ফিড ইন্ডাসট্রিজ লিমিটেড ও ইব্রাতাস ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরী, আস্থা ফিড ইন্ডাসট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান, উপদেষ্টা মো: জসীম উদ্দিন FCA ও নির্বাহী পরিচালক জিএইচএন এরশাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো: সালাউদ্দিন, নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বাবু, পরিচালক মিসেস মুনা চৌধুরি, পরিচালক মিসেস নেজাহাত আরা শাহীন, পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, CMO নুরুল মোরশেদ খান, CPO মইনুল ইসলাম, সিনিয়র GM ড. মো: মাহবুবুল আলম, সৈয়দ আরিফুল হক সুমন, সৈয়দ নাবিল আহমেদ, মো: আহসানুর রহমান, শহীদ কবির, DGM মো: জাফর আহমেদ, ড. মো: শহীদুল্লাহ, মো: এনামুল হাসান, মীর রাইসুজ্জামান, আবুল কালাম আজাদ প্রমুখগণ। সকলের মাঝে সম্প্রীতি, ব্যবসায় সমৃদ্ধি, দেশের পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান তৈরিতে অবদানসহ সবাই মিলে একসাথে চলার দোয়া কামনা ও প্রত্যয় ব্যক্ত করা হয়।
তাঁরা বলেন, ফিড ও প্রাণিজ আমিষ শিল্প কেবল ব্যবসার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সরবরাহেও অনন্য অবদান রাখে।
অনুষ্ঠানে আস্থা ফিড ইন্ডাসট্রিজ লিমিটেড ও ইব্রাতাস ট্রেডিং কোম্পানি পরিবারের মরহুম সদস্যগণ, কর্মরত সদস্যদের জন্য ছাড়াও সেক্টর সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যেখানে দেশের শান্তি, উন্নতি এবং সকলের মঙ্গল কামনা করা হয়। এরপর উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন, যা এই আয়োজনকে আরও সৌহার্দ্যময় করে তোলে।
চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর মোঃ গিয়াস উদ্দিন বলেন, এ ধরনের আয়োজন ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক ও মানবিক মূল্যবোধকে প্রসারিত করে। অতিথিরাও এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।