গোলাম আরিফ, পাবনা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনায় নতুন উপপরিচালক হিসেবে যোগদান করেছেন কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক। তিনি বিসিএস (কৃষি) ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা।
রবিবার (৯ মার্চ ) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে উপপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে নবনিযুক্ত উপপরিচালক তার কক্ষে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় মো. জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, পাবনা কৃষিতে সমৃদ্ধ একটি জেলা এবং এই সমৃদ্ধিকে আরও এগিয়ে নিতে তিনি একযোগে কাজ করতে চান। এজন্য তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের দলগত কার্যক্রম ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, পাবনায় যোগদানের আগে তিনি দিনাজপুরের হিলি স্থলবন্দরে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।