সোমবার , মার্চ ১০ ২০২৫

বিনা উদ্ভাবিত মসুরের জাত সমূহের প্রচার ও সম্প্রসারণের মাঠ দিবস অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদী মুলাডুলিতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল মসুরের জাত বিনা মসুর-৮ এর সাথে বারি মসুর-৮ এর প্রায়োগিক মাঠ পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে রবিবার (০৯ মার্চ) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে বিনা উপকেন্দ্র ঈশ্বরদী কর্তৃক মাঠ দিবসটি আয়োজিত হয়।

উক্ত মাঠ দিবসে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস ইকবাল সভাপতিত্ব করেন। ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক ড. মো. আশিকুর রহমান, কৃষি কর্মকর্তাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন বিনা মসুর-৮ একটি উচ্চফলনশীল এবং আগাম মসুরের জাত, যার জীবনকাল ৯৫-১০০ দিন। খেতে সুস্বাদু, সহজেই সেদ্ধ হয়। জাতটি স্টেমফাইলামজনিত ঝলসানো ও মরিচা রোগ সহনশীল। এ জাতটি গোড়া পচাঁ ও মরিচা রোগ সহ্য করার ক্ষমতা সম্পন্ন। গোড়া পচাঁ রোগ দমনের জন্য ভিটাভেক্স-২০০ প্রতি কেজি বীজে ২.৫-৩.০০ গ্রাম মিশিয়ে বীজ শোধন করলে ভাল ফলন পাওয়া যায়। স্টেমফাইলামজনিত ঝলসানো রোগ দেখা দেওয়া মাত্র রোভরাল-৫০ ডব্লিউপি নামক ছত্রাক নাশক (০.২%) ১০ দিন অন্তর ২-৩ বার স্প্রে করতে হবে। মরিচা রোগ দমনের জন্য টিল্ট-২৫০ ইসি (০.০৪%) ১২-১৫ দিন অন্তর  ২-৩ বার স্প্রে করতে হবে। যথোপযুক্ত পরিচর্যায় হেক্টর প্রতি গড়ে ২.২ টন এবং সর্বোচ্চ ২.৪ টন ফলন পাওয়া যায়।

এ সময় কৃষক কৃষাণীরা তাদের বক্তব্যে বলেন ঈশ্বরদী উপজেলায় বিনা মসুর-৮ এর পরীক্ষামূলক চাষাবাদ করে তারা অধিক ফল পেয়েছেন এবং অন্যান্য জাতের চেয়ে আগাম মাড়াই করেছেন। পরবর্তীতে তারা বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল এই জাতের মসুর অধিক হারে চাষাবাদ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

This post has already been read 30 times!

Check Also

রাজশাহীতে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম (রাজশাহী) :  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহী কর্তৃক আয়োজিত এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর …