পাবনা সংবাদদাতা: পাবনার আতাইকুলায় মঙ্গলবার মঙ্গলবার (১১ মার্চ) তারিখে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সূর্যমুখী-আউশ-রোপা আমন প্যাটার্নের সূর্যমুখী ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা সদর উপজেলার কৃষি অফিসার কুন্তলা ঘোষ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মো. নাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার।
অতিথিগণের আলোচনায় উঠে আসে ‘হাইসান-৩৬ একটি স্বল্পমেয়াদী, খরা ও লবণাক্ত মাটি সহনশীল তেল জাতীয় ফসল। জাতটি তেলবীজ হিসেবে দারুন সমাদৃত। এর জীবনকাল ১০০-১১০ দিন। তেলের পরিমাণ ৪৬-৪৮ শতাংশ। জাতটির গড় ফলন বিঘা প্রতি প্রায় ১১.৭৫ মণ। সূর্যমুখীর বীজ ও তেলে রয়েছে নানা উপকারী গুণ। জটিল ব্যাধি ক্যানসার প্রতিরোধসহ মাইগ্রেন গ্যাস্ট্রিক আলসার সমস্যার সমাধানে এই তেল খুবই উপকারী।
বর্তমানে বাংলাদেশে ভোজ্যতেলের চাহিদা ২৪ লাখ টন। যার মধ্যে ২১ দশমিক ১ লাখ টন বা ৮৮ শতাংশই আমদানি করতে হয়। দেশেই উৎপাদিত ভোজ্যতেল দিয়ে চাহিদার অন্তত ৪০ শতাংশ পূরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ সময় কৃষক কৃষাণীরা তাদের বক্তব্যে সূর্যমুখীসহ অন্যান্য তেল ফসল অধিক হারে চাষাবাদ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।