মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (সংশোধনী ২য়)” এর অর্থায়নে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান। তিনি বলেন, “অনাবাদি ও পতিত জমির যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পুষ্টি বাগানের মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের পরিবারগুলোর দৈনন্দিন সবজির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।”
সেমিনারে প্রকল্প কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন কৃষিবিদ ড. মো. আকরাম হোসেন, প্রকল্প পরিচালক (ইফনাপ), ডিএই, খামারবাড়ি, ঢাকা। এছাড়া কী-নোট উপস্থাপন করেন ড. মো. শহিদুল ইসলাম, প্রফেসর, উদ্যানতত্ত্ব বিভাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল। কর্মশালার সঞ্চালনা করেন গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রায়হান পারভেজ রনি।
দিনব্যাপী এই সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট অঞ্চলের ডিএই, এআইএস, ব্রি-এর ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।