নিজস্ব প্রতিবেদক: দ্যা ভেট এক্সিকিউটিভের উদ্যোগে রাজধানীর গুলশান-১ এ ইমানুয়েলস পার্টি সেন্টারে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের পেশাজীবী, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার সভাপতি মসিউর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দ্যা ভেট এক্সিকিউটিভ -এর সভাপতি ডা. মো. রেজাউল করিম মিয়া এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মহাসচিব ডা. মোহাম্মদ আল আমীন।
প্রাণিসম্পদ খাতে শিক্ষার্থীদের দক্ষতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দুটি গ্রুপে বিভক্ত করে পুরস্কৃত করা হয়।
গ্রুপ এ (বিশ্ববিদ্যালয় পর্যায়) বিজয়ীরা:
১. মো. ফাহাদ হোসাইন ফাহিম – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (১ম স্থান)
২. ডা. মো. আরিফুল ইসলাম, ডিএলএস – প্রাণিসম্পদ অধিদপ্তর (২য় স্থান)
৩. আরএস মাহামুদ হাসান – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৩য় স্থান)
৪. শামিয়া খান লিসা – শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (৪র্থ স্থান)
৫. ডা. মো. আসরাফুজ্জামান – উপজেলা প্রাণিসম্পদ অফিস, ইসলামপুর, জামালপুর (৫ম স্থান)
৬. পৃথ্বীরাজ সরকার – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৬ষ্ঠ স্থান)
৭. শাওন মামুদ – মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৭ম স্থান)
গ্রুপ বি (স্কুল ও কলেজ পর্যায়) বিজয়ীরা:
১. নওশিন – ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (১ম স্থান)
২. আহনাফ তাহমিদ অর্ণব – রাজউক উত্তরা মডেল কলেজ (২য় স্থান)
৩. আব্দুল্লাহ মেহারাব – মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (৩য় স্থান)
৪. শ্যামস ই তাবরিজ – মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (৪র্থ স্থান)
৫. মুস্তাইনা মানজুর – ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (৫ম স্থান)
৬. প্রান্তিক রায় – নটর ডেম কলেজ (৬ষ্ঠ স্থান)
৭. ফাতেমাতুজ জোহুরা – ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ (৭ম স্থান)
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরি এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে দ্য ভেট এক্সিকিউটিভের এই উদ্যোগ প্রশংসনীয়। প্রধান অতিথি ডা. মো. আবু সুফিয়ান বলেন, “এই ধরনের আয়োজন প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক হবে।”
দ্যা ভেট এক্সিকিউটিভের সভাপতি ডা. মো. রেজাউল করিম মিয়া বলেন, “আমাদের লক্ষ্য প্রাণিসম্পদ খাতের প্রতিটি স্তরে শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে তারা ভবিষ্যতে দেশের কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
ইফতার ও পুরস্কার বিতরণী শেষে আমন্ত্রিত অতিথিরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। দ্য ভেট এক্সিকিউটিভ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করে।