Tuesday , April 22 2025

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিদ্যুৎ বিলে ভর্তুকির উদ্যোগ নিচ্ছে সরকার

সন্দ্বীপ সংবাদদাতা : মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিদের জন্য বিদ্যুৎ বিল ভর্তুকির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (২৪ মার্চ) সন্দ্বীপ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নির্দিষ্ট কমার্শিয়াল রেটে বিদ্যুৎ বিল দিতে হয়, যা কৃষি খাতের তুলনায় বেশি। তবে খামারিরা যাতে কৃষির মতো ভর্তুকি মূল্যে বিদ্যুৎ পেতে পারেন, সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

এছাড়া, খামারিদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দিতে “মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক” প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের অর্থনৈতিক স্বাচ্ছল্য আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা মৎস্য দপ্তরের আয়োজিত মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. আতিয়ার রহমান, সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আব্দুস ছাত্তার, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আলী আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, উপদেষ্টা ফরিদা আখতার সন্দ্বীপে চট্টগ্রাম জেলার বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড-গুপ্তছড়া, সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের ফলে সন্দ্বীপের উন্নয়ন এখন দৃশ্যমান।

This post has already been read 439 times!

Check Also

ক্ষমতা নিতে নয় বরং দায়িত্ব পালন করতে এসেছি- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

গাজীপুর সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “আমরা যার উপদেষ্টা আছি তারা শুধু …