পাবনা সংবাদদাতা: পাবনা’য় মাটি পরীক্ষার ভিত্তিতে বারি গম ৩৩ এ সুষম সার ব্যবহারের প্রায়োগিক ট্রায়ালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইস্টিটিউট, পাবনার আয়োজনে পাবনা সদর উপজেলার সিংগা গ্রামে মঙ্গলবার (২৫ মার্চ) এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মামুন আল আহসান চৌধুরী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, পাবনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোসাররাত জাহান, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, পাবনা।
এ সময় বক্তারা বলেন, মাটি হলো ফসলের খাদ্য ভান্ডার। গাছের বৃদ্ধি ও ফসলের জন্য প্রধানত ১৭টি অত্যাবশকীয় খাদ্য ও পুষ্টি উপাদন প্রয়োজন। যার কোন একটির ঘাটতি হলেই গাছের বৃদ্ধি ও ফলন ব্যহত হয়। পুষ্টি উপাদানের ঘাটতি মেটাতেই আমরা জমিতে অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকার সার দিয়ে থাকি। এতে মাটির উর্বরতা শক্তি ক্রমেই কমে যাচ্ছে ফলে ফসলের ফলন আশরুপ হচ্ছে না। এমতাবস্থায় প্রয়োজন মাটির উর্বরতা সংরক্ষণ করা। এজন্য মাটির উর্বরতা সংরক্ষণসহ ফসলের কাঙ্খিত ফলন বৃদ্ধির জন্য মাটি পরিক্ষা করে সুষম সার প্রয়োগ নিশ্চিত করতে হবে।
মাটি পরীক্ষার ভিত্তিতে বারি গম ৩৩ এ সুষম সার ব্যবহার করে প্রদর্শনী বাস্তবায়নের ফলে দেখা যায় কৃষক আশানুরূপ ফলন পেয়েছেন। এতে সারের খরচ কম হয়েছে। রোগ ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় সর্বপোরি উৎপাদন খরচ কম হয়েছে। মাটি স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মাটিতে জৈব সার ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করা হয়।
এ সময় কৃষক কৃষাণীরা মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার ব্যবহার করে চাষাবাদ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রদর্শনীভূক্ত ও প্রগতিশীল কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।