Sunday , March 30 2025

ডিমের দামে অস্বাভাবিক পতন: খামারীদের সুরক্ষায় বিপিআইএ’র ৮ দফা!

নিজস্ব প্রতিবেদক: ডিমের দামের অস্বাভাবিক পতনে দিশেহারা দেশের লেয়ার (ডিমপাড়া মুরগি) খামারিগণ। হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি খামারিরা পড়েছেন চরম আর্থিক সংকটে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ডিমের দাম ধারাবাহিকভাবে কমতে থাকায়  তারা এখন চরম হতাশার সম্মুখীন। রমজান মাস শুরুর পর দরপতন আরও তীব্র হয়েছে, যার ফলে বিভিন্ন জেলায় খামারিরা প্রতি পিস ডিম ৭.০০-৭.৫০ টাকায় (ফার্মগেইট রেট) বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যা বর্তমান উৎপাদন খরচের তুলনায় অনেক কম।

ফলে বর্তমান পরিস্থিতি উপস্থাপন ও সংকট নিরসনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ) আজ মঙ্গলবার (২৫ মার্চ) সংগঠনটির নিজস্ব অফিসে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিপিআইএ’র সভাপতি শাহ হাবিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব খন্দকার মহসিন। এছাড়া সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিপিআইএ-এর সিনিয়র সহ সভাপতি খন্দকার মনির আহম্মেদ, যুগ্ম সম্পাদক নূরুল মোর্শেদ, পোল্ট্রি বিশেষজ্ঞ কৃষিবিদ অঞ্জন মজুমদার ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পোলট্রি খামারিগণ।

সংবাদ সম্মেলনে বক্তাগণ বলেন, বাজারদরের এই পতনের ফলে ডিম বিক্রি করেও খামারিরা তাদের উৎপাদন খরচ তুলতে পারছেন না। বর্তমানে একটি ডিম উৎপাদনের খরচ প্রায় ১১.৬৪ টাকা, অথচ খামারিরা প্রতি ডিমে গড়ে ২.৫৪ টাকা লোকসান গুনতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের হাজার হাজার ক্ষুদ্র ও মাঝারি খামার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে অনেক খামারি ক্ষতির ভার সইতে না পেরে উৎপাদনে থাকা ডিম পাড়া মুরগি বিক্রি করতে বাধ্য হয়েছেন, যা আগামী দিনে ডিমের ঘাটতির কারণ হতে পারে।

বর্তমান সংকট মোকাবেলা এবং টেকসই পোলট্রি বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ) এর পক্ষ থেকে ৮টি দাবী উপস্থাপন করা হয়।

১. বর্তমানে ডিমের দামের (ফার্ম গেইট প্রাইস) পতনে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জরুরি ভিত্তিতে নগদ আর্থিক প্রনোদনার ব্যবস্থা করা, যেহেতু সরকার ডিমের মুল্য নির্ধারন করে দিয়েছেন (কৃষি বিলনন আইন ২০১৮ অনুসারে) সেহেতু সরকারের উৎপাদনকারী টিকিয়ে রাখার স্বার্থে ও ডিমের উৎপাদনের ধারা অব্যাহত রাখতে অর্থ মন্ত্রনালয়ের মাধ্যমে বিশেষ তহবিল গঠন করে স্বল্প (নামমাত্র সুদে) সুদে- দ্রুত সময়ে দীর্ঘ মেয়াদি ঋণের ব্যবস্থা করা,যেন এই সকল খামারিরা বর্তমান সংকট কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন।

২. কৃষি শিল্পের মত পোল্ট্রি খামারের বিদ্যুৎ বিলে ২০% রিবেট প্রদান ও তার জন্য সর্ত সহজ করা (শুধুমাত্র ট্রেড লাইসেন্স ও প্রানিসম্পদ অধিদপ্তরের  রেজিষ্ট্রেশন দিয়ে এই সুযোগ প্রদান করা)। আমাদের আহবান থাকবে- জেনারেল

৩. (ক্ষুদ্র ও মাঝারি) খামারিদের টিকিয়ে রাখার স্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রনালয় যেন অতিদ্রুত উদ্যোগ গ্রহন করেন।

৪. প্রতি বছর রমজান মাসে সারা দেশে বা লেয়ার ফার্ম ঘন (যেখানে সবচেয়ে বেশি ডিম উৎপাদন হয়) জেলাগুলোতে প্রানিসম্পদ অধিদপ্তর,কৃষি বিপনন অধিদপ্তর ও ভোক্তা অধিদপ্তরের সমন্বয়ে গঠিত মনিটরিং টিমের মাধ্যমে প্রানি সম্পদ অধিদপ্তরে নিবন্ধিত জেনারেল( ক্ষুদ্র ও মঝারি) খামারিদের ডিম সংরক্ষণের ব্যবস্থা করা।

৫. বর্তমান সময়ে বিভিন্ন উপকরনের মুল্যে বৃদ্ধির বাস্তব পরিপ্রেক্ষিতে ডিম মুরগির সরকার ঘোষিত যৌক্তিক দাম অনতিবিলম্বে পূ:ণ নির্ধারণ করার জোর দাবি জানাই।

৬. ডিমের উৎপাদন খরচ কমাতে জেনারেল খামারিদেরকে সরকারের পক্ষ থেকে পোল্ট্রি শেড নির্মাণ,খাঁচা তৈরি/ক্রয় ও বর্জ্য ব্যবস্থাপনার যন্ত্রপাতি ও স্থাপনা নির্মানের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করার ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাই।

৭. ডিম মুরগির বাজারে ফড়িয়া সিন্ডিকেটের দৌরাত্ব কমানোর জন্য, ডিম মুরগির বাজার ব্যবস্থায় দক্ষ সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে সরকারের নিকট জোর দাবি জানাই।

৮. পোল্ট্রি শিল্পের বর্তমান সমস্যা ও ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আগামী দিনে ডিম মুরগির চাহিদা বৃদ্ধির সাথে উৎপাদন ও যোগানের সাথে তাল মিলিয়ে ডিম মুরগির গুনগত মান বজায় রাখা,নিরাপদ খাদ্য উৎপাদন, ডিম ও মুরগির মাংসের আন্তর্জাতিক বাজারে রপ্তানির পথ উম্মুক্ত করতে “জাতীয় পোল্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড” গঠনের জোর দাবি উপস্থাপন করছি।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। তারা মনে করে, এই সংকট নিরসন করা সম্ভব হলে দেশের ক্ষুদ্র ও মাঝারি খামারিরা তাদের ব্যবসা চালিয়ে যেতে সক্ষম হবেন এবং দেশের ডিম উৎপাদন ও সরবরাহের স্থিতিশীলতা বজায় থাকবে। একই সঙ্গে, সাধারণ ভোক্তারাও ন্যায্যমূল্যে ডিম পেতে সক্ষম হবেন।

This post has already been read 256 times!

Check Also

ডিমের দামে আগুন: সস্তায় পেতে চোরাপথে আমেরিকানরা!

মো. খোরশেদ আলম জুয়েল: যুক্তরাষ্ট্রে ডিমের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ায় অনেক নাগরিক সস্তায় ডিম …