সিকৃবি সংবাদদাতা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৭ মার্চ) দ্বিতীয় দিনে গোলাপগঞ্জে সাত শহীদ পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায়, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সিলেট বিভাগের ৩০ শহীদ বীরদের স্বজনসহ সারাদেশে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।
ঈদ উপহার বিতরণ কর্মসূচির আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য-সচিব ডাঃ মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় ও সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাংবাদিক হাফেজ আল আসাদ সাঈদ খাঁন ও সদস্য-সচিব অধ্যাপক ড. খাইরুল ইসলামের তত্ত্বাবধানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মনিটর ও সিলেট বিভাগীয় কমিটির সদস্য প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকি, অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, অধ্যাপক ড. আ. ফ. ম. জাকারিয়া, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ সামিউল আহসান তালুকদার তুষার, সিলেট যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমেদ, ঢাকা দক্ষিণের মেম্বার মাহমুদুল হোসেন বাচ্চু প্রমুখ।
বিকেলে বিয়ানীবাজার উপজেলায় আরো চার শহীদ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।