Sunday , April 13 2025

প্রতিমাসেই চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: চীনা বিনিয়োগকারীদের সকল ধরনের সমস্যা জানতে ও তার দ্রুত সমাধানে প্রতি মাসের ১০ তারিখ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (০৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ২৬ সদস্যের চীনা বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

২০২৫ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন-বাংলাদেশ অংশীদারিত্ব প্ল্যাটফর্মের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পলিন নান। এসময় অধ্যাপক ইউনুস প্রত্যেকের মতামত শোনেন। চীনা প্রকল্প ও বাংলাদেশে কর্মরত চীনা কোম্পানিগুলোর খোঁজ খবর নেন।

প্রধান উপদেষ্টা বলেন, এদেশে বিনিয়োগ পরিস্থিতির জটিলতার সমাধান করে এখন বিনিয়োগবান্ধব নীতিমালা ও অবকাঠামোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করছে। বর্তমান বিনিয়োগকারীদের মাধ্যমে বাংলাদেশে আরও বিনিয়োগে অন্যান্যদের আহবান জানাতে বলেন তিনি।

চীন ও বাংলাদেশ অংশীদারিত্ব এই প্ল্যাটফর্মের লক্ষ্য হল কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করা এবং জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠ বিনিময়কে উৎসাহিত করা। অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে এই প্ল্যাটফর্ম উভয় দেশের পারস্পরিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায়।

চীন ও বাংলাদেশের ব্যক্তি, প্রতিষ্ঠান ও সম্প্রদায়কে সম্পৃক্ত করে, এই উদ্যোগটি সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং উভয় জাতির কল্যাণে দীর্ঘস্থায়ী ও অর্থবহ সহযোগিতা গড়ে তুলতে কাজ করে যাবে।

এসময় বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিনিয়োগকারী, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার তথ্য সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

This post has already been read 79 times!

Check Also

ভারত ও ভিয়েতনাম থেকে চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক: খাদ্য সংকট মোকাবিলা ও মজুত বাড়াতে ভারত ও ভিয়েতনাম থেকে চাল আমদানির অংশ …