Saturday , April 12 2025

নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি, চায়না প্রতিনিধি দলের বারি পরিদর্শন

গাজীপুর সংবাদদাতা: কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, নর্থওয়েস্ট এএন্ডএফ ইউনিভার্সিটি (এনডব্লিউএএফইউ), চায়না প্রতিনিধি দল বুধবার (০৯ এপ্রিল) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (মহাপরিচালক মহোদয়ের দপ্তর) ড. মো. বজলুর রহমান। এসময় বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. আব্দুর রশীদ; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ; এনডব্লিউএএফইউ ইউনিভার্সিটির ভাইস ডিন, কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশন, মিসেস কাং জিলে; ভাইস ডিন, কলেজ অব ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, এনডব্লিউএএফইউ, মি. হুয়াং লুয়েন; ভাইস ডিন, কলেজ অব ইকোনোমিক্স এন্ড ম্যানেজমেন্ট, এনডব্লিউএএফইউ, মিসেস ওয়াং হংমেই; কলেজ অব অ্যানিমেল সাইন্স এন্ড টেকনোলজি, এনডব্লিউএএফইউ, প্রফেসর আন জিয়াওপেং এবং কলেজ অব ন্যাচারাল রিসোর্স এন্ড এনভায়রনমেন্ট, এনডব্লিউএএফইউ, প্রফেসর ফ্যান লিচাও উপস্থিত ছিলেন। এছাড়াও বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধি দল বারি’র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোস প্রকাশ করেন।

This post has already been read 72 times!

Check Also

বাকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা: পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় …