আব্দুল কাইয়ূম (পাবনা) : পাবনা জেলায় কৃষক পর্যায়ে ভেজাল সার ও কীটনাশক সরবরাহের উদ্দেশ্যে বেশ কয়েকটি ভূঁইফোড় কোম্পানি গোপনে বিসিকসহ বিভিন্ন এলাকায় অবৈধ কারখানা স্থাপন করেছে। এসব কোম্পানি নামমাত্র কিছু পণ্যের জন্য নিবন্ধন গ্রহণ করলেও পরে স্থানীয় কৃষি প্রশাসনের সহায়তায় অনিবন্ধিত এবং নিষিদ্ধ বালাইনাশক তৈরি ও বাজারজাত করে আসছে।
এই ধারাবাহিক অপকর্মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সম্প্রতি এক অভিযানে “এক্সপার্ট এগ্রি কেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড” নামক একটি প্রতিষ্ঠানকে ভেজাল বালাইনাশক উৎপাদনের অভিযোগে জরিমানা করা হয়। তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি ‘স্যাকচার্লিস দানাদার’ নামের একটি কীটনাশকের জায়গায় ব্যবহার করছিল মাটি ও বালু। ‘ফিপ্রোনিল থ্রি জি আর’ যা মূলত মাটির মাকড় ধ্বংসে ব্যবহৃত হয়, সেটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছিল সিলিকন বালু। প্রতিষ্ঠানটি ভেজাল উৎপাদনের বিষয়টি স্বীকার করে এবং মুচলেকা প্রদান করে।
এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১, ৪৩ ও ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভবিষ্যতে এ ধরনের অপরাধ আবারও সংঘটিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে সহায়তা করেন র্যাব-১২ এর একটি চৌকস টিম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।