Saturday , April 19 2025

কেজিএস গ্রুপে এজিএম পদে যোগ দিলেন সাইফি নাসির

এগ্রিনিউজ২৪.কম : দেশের খ্যাতনামা ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান কেজিএস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান “আর বি এগ্রো লিমিটেড”-এ এজিএম (সেলস এন্ড টেকনিক্যাল – ফিস ফিড) পদে সম্প্রতি যোগদান করেছেন মেরিন সায়েন্স ও অ্যাকোয়াকালচার বিশেষজ্ঞ সাইফি নাসির। তিনি এখন ঢাকা হেড অফিসে দায়িত্ব পালন করছেন।

টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী সাইফি নাসির ২০০০ সালে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০২ সালে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগে ভর্তি হয়ে ২০০৯ সালে অনার্স এবং ২০১১ সালে মেরিন সায়েন্স এন্ড ফিসারিজ বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দুই ক্ষেত্রেই তিনি প্রথম বিভাগে যথাক্রমে সপ্তম এবং দ্বিতীয় স্থান অধিকার করেন।

পেশাগত জীবনে তিনি এসএমএস ফিডস লিমিটেডের মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে প্যারাগন গ্রুপ, আর আর পি এগ্রো ফার্মস, নেপালের বিরাট ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে থাইল্যান্ডের Kasetsart University-এর আওতায় Department of Fisheries থেকে অ্যাকোয়া ফিডমিল ও নিউট্রিশন বিষয়ক আন্তর্জাতিক কোর্সে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়া তিনি নেপাল ফিসারীজ সোসাইটি এবং নাইজেরিয়া ফিসারীজ সোসাইটি এর একজন এক্সক্লুসিভ সদস্য।

পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ ও অভিজ্ঞতা নিয়ে দেশের মৎস্য খাতে অবদান রাখতে তিনি বদ্ধপরিকর। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।

নতুন কর্মস্থলে তার সফলতা কামনায় দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

This post has already been read 187 times!

Check Also

ব্রির নতুন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম

গাজীপুর সংবাদদাতা: দেশের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. রফিকুল ইসলাম গত ০৯ জানুয়ারি ২০২৫ তারিখে …