নিজস্ব প্রতিবেদক : দেশের এটিআই (কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট) সমূহের শিক্ষার্থীদের ০৮(আট) দফা দাবি-দাওয়া পূরণে চলমান আন্দোলনের প্রেক্ষিতে আজ (২১ এপ্রিল) কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপদেষ্টা শিক্ষার্থীদের ০৮ (আট) দফা দাবী বিষয়ে কৃষি মন্ত্রণালয় হতে ইতোপূর্বে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুততার সাথে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের কাজ পড়াশোনা করা। তোমাদের ভবিষ্যৎ আমাদের উপর ছাড়ো, আমরা দেখবো। তোমাদের দাবি পূরণে সরকার আন্তরিক।”
শিক্ষার্থী প্রতিনিধিগণ তাঁদের ০৮(আট) দফা দাবির মধ্যে বিধিসম্মত উপায়ে বাস্তবায়নযোগ্য দাবিসমূহ বাস্তবায়নে সরকারের আশ্বাসের উপর আস্থা রেখে চলমান আন্দোলন বন্ধ করে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক নিয়োগ, পরীক্ষা, চাকুরী গ্রেড, ইন্টার্নি ভাতা, ফাউন্ডেশন ট্রেনিং, উচ্চ শিক্ষায় প্রবেশগম্যতাসহ বিবিধ বিষয়ের দাবী সরকার আন্তরিকভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
এটিআইসমূহে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা সরকারকে জানানোর জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দেয়া হয় এবং প্রাপ্ত সমস্যাবলী সমাধানে মন্ত্রণালয় দ্রুততম সময়ে কাজ করবে বলে শিক্ষার্থীদের জানানো হয়।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, অতিরিক্ত সচিব(সম্প্রসারণ) মোঃ জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ছাইফুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে আবু নাঈম সিদ্দিক, আসাদুজ্জামান কবির, মুসা প্রধান, মুনতাসির রহমান ও রায়ন উদ্দিম শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।