Thursday , April 24 2025

বগুড়ায় ‘পার্টনার’ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

আহমেদ আলী (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের বগুড়া অঞ্চলের আঞ্চলিক কর্মশালা মঙ্গলবার (২২ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত হয়। পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার হলরুমে সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ উইংয়ের পরিচালক মোঃ বেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, যিনি স্বাগত বক্তব্য ও প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও অর্জিত সফলতা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ বেলাল উদ্দিন বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমাদের টেকসই ও স্থায়ী সমাধানের পথে অগ্রসর হতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণে প্রতিকূল পরিবেশ ও কমে আসা আবাদি জমিতে উন্নত প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি।” তিনি আরও বলেন, “শুধু উৎপাদন বৃদ্ধি নয়, ফসলের পুষ্টিমূল্য বাড়িয়ে কৃষকদের আর্থিকভাবে লাভবান করার দিকেও নজর দিতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন ১০টি সংস্থার সমন্বিত প্রচেষ্টায় ‘পার্টনার’ প্রকল্প তার লক্ষ্য অর্জনে সফল হবে।

কর্মশালায় বক্তারা বলেন, কৃষি খাতে প্রযুক্তি নির্ভরতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটানো সম্ভব হবে।

This post has already been read 33 times!

Check Also

বরিশালে বিনামুগ-৮’র মাঠ দিবস: উৎপাদন বৃদ্ধিতে আশাবাদী কৃষক ও বিজ্ঞানীরা

নাহিদ বিন রফিক (বরিশাল): বিনামুগ-৮’র মাঠ দিবস আজ (১৫ এপ্রিল) বরিশাল সদরের হিজলতলায় অনুষ্ঠিত হয়েছে। …