Saturday , April 26 2025

সিভাসু ফিশ ফেস্টিভাল ২০২৫: মৎস্য জগতে নতুন সম্ভাবনার উৎসব

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ ও ৩০ এপ্রিল চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ অনুষদের গৌরবময় ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে সিভাসু ফিশ ফেস্টিভাল ২০২৫” । দুই দিনের এই বৃহৎ আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ।

আয়োজনে থাকছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন, স্টলভিত্তিক প্রোডাক্ট ও ইনোভেশন শোকেসিং এবং চাকুরী মেলা। মৎস্য সেক্টরের সাথে জড়িত শতাধিক প্রতিষ্ঠানের সহশ্রাধিক অংশগ্রহণকারীর মধ্যে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উদ্যোক্তা, ভোক্তা এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ। উক্ত বৈজ্ঞানিক সম্মেলনে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান হতে একঝাক বিজ্ঞানী ৩৫০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করবেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন প্রফেসর ড. মো: আব্দুল ওহাব। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সুসজ্জিত স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য, সেবা ও উদ্ভাবন প্রদর্শন করবে এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী চাকুরী প্রত্যাশীদের হতে জীবন বৃত্তান্ত সংগ্রহ করবে।

অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন (BSFF)-এর সভাপতি। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা এবং সভাপতিত্ব করবেন সিভাসুর  উপাচার্য প্রফেসর প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান ।

উৎসবে অংশগ্রহণ নিশ্চিত করেছে দেশের ৯১টি রেজিস্টার্ড ও অনুদানদাতা প্রতিষ্ঠান, যাদের মধ্যে রয়েছে ২৮টি বিশ্ববিদ্যালয়, ২টি গবেষণা প্রতিষ্ঠান এবং ৬১টি কোম্পানি। অনুষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাপনায় নিয়োজিত থাকবে ১৫০ জন স্বেচ্ছাসেবক।

২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ফেস্টিভালের উদ্বোধন র‌্যালি, পণ্য ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনী, চাকরি মেলা এবং সায়েন্টিফিক কনফারেন্সের প্রথম পর্ব। পরদিন ৩০ এপ্রিল থাকবে কনফারেন্সের দ্বিতীয় পর্ব, নেটওয়ার্কিং ও কল্যাবোরেশন সেশন, প্যানেল আলোচনা এবং দিনশেষে সাংস্কৃতিক সন্ধ্যা।

ফেস্টিভালের আয়োজন কমিটির আহ্বায়ক ও ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আহমাদ আল নাহিদ বলেন, “সিভাসু ফিশ ফেস্টিভাল ২০২৫ কেবল একটি উৎসব নয়, এটি একটি প্ল্যাটফর্ম যেখানে শিক্ষার্থী, গবেষক, শিল্পপ্রতিষ্ঠান ও নীতিনির্ধারকেরা একত্রিত হয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের মৎস্য খাতকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটি তরুণদের উদ্ভাবনী চিন্তা ও ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

আয়োজক সংশ্লিষ্টগণ আশা করছেন“১২ বছরের সাফল্য, নতুন উচ্চতায় যাত্রা” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সিভাসু ফিশ ফেস্টিভাল ২০২৫ দেশের মৎস্য শিক্ষায় নতুন উদ্দীপনা যোগ করবে এবং একে পরিণত করবে একটি স্মরণীয় মাইলফলকে।

This post has already been read 189 times!

Check Also

বিলুপ্তির হাত থেকে দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বাড়ানোর তাগিদ- মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশীয় প্রজাতির প্রায় বিলুপ্ত মাছগুলো রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ …