ফরিদপুর সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যেগে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল, ফরিদপুর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের উপপরিচালক, কৃষিবিদ মো. শাহাদুজ্জামান; রাজবাড়ীর উপপরিচালক, কৃষিবিদ ড. মো. শহিদুল ইসলাম; শরিয়তপুরের উপপরিচালক, কৃষিবিদ মোস্তফা কামাল হোসেন; গোপালগঞ্জের উপপরিচালক, আ. কাদের সরদার; মাদারিপুরের উপপরিচালক, ড. সন্তোষ চন্দ্র চন্দ; হর্টিকালচার সেন্টার মাদিরপুরের উপপরিচালক, আশুতোষ বিশ্বাস। সভায় পেঁয়াজ সংরক্ষণের জন্য ব্লোয়ার মেশিন সম্প্রসারণ করা। প্রশিক্ষণ, মাঠ দিবস কর্মসূচি যথাযথ সময়ে করতে হবে। আউশের কৃষি প্রণোদনার কার্যক্রম এর অগ্রগতির প্রতিবেদন।
সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।