Monday , April 28 2025

ফরিদপুরে এআইসিসি আওতাভুক্ত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

ফরিদপুর সংবাদদাতা: রাজস্ব খাতের আওতায় কৃষি তথ্য সার্ভিস, বরিশালের আয়োজনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের হলরুমে উৎপাদন বৃদ্ধিতে কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহার বিষায়ক ২দিনব্যাপী এআইসিসি আওতাভুক্ত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল ফরিদপুরের অতিরিক্ত পরিচালক, মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা; কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি ঢাকার, প্রধান তথ্য অফিসার, বিএম রাশেদুল আলম; মসলা গবেষণা উপ-কেন্দ্র ফরিদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. মো. আলাউদ্দিন খাঁন; ফরিদপুরের উপপরিচালক, মো. শাহাদুজ্জামান; বরিশাল কৃষি তথ্য সার্ভিসের, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা, জনাব মো. শাহাদাৎ হোসেন; ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. রকিবুল ইসলাম; ফরিদপুরের পার্টনার প্রকল্পের, সিনিয়র মনিটরিং অফসিার, মো. হাফিজ হাসান; ফরিদপুরের, অতিরিক্ত উপপরিচালক, (পিপি) মোহাম্মদ বিন-ইয়ামিন, ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন; বরিশাল কৃষি তথ্য সার্ভিসের, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, আসাদুল্লাহ।

প্রশিক্ষণে কৃষিতে ডিজিটাল সেবা, পতিত জমির সুষ্ঠু ব্যবহার, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কীটনাশকের সুষ্ঠু ব্যবহার, ফসল উৎপাদনে মানসম্মত বীজের গুরুত ও সুস্থ সবল চারা তৈরি, আদর্শ বীজতলা, আউশ ধানের উৎপাদন কলাকৌশল ও পোকামাকড় দমন ব্যবস্থাপনা, আউশ ও পাট ফসলের তুলনামূলক লাভ/ক্ষতির হিসাব, আমের গুটি ঝরে যাওয়ার কারণ ও প্রতিকার, গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ পদ্ধতি, মসলা ফসলের জাত পরিচিতি ও আবাদ কেীশল, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ কলাকৌশল, পাট ফসলের জাত পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল, পোকামাকড় দমন, স্মার্ট কৃষিতে এআইসিসি /কৃষক সংগঠনের ভূমিকা বিষয়ের উপর প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন।

উক্ত প্রশিক্ষণে ফরিদপুর অঞ্চলের এআইসিসি আওতাভুক্ত ৩০ কৃষক অংশগ্রহন করেন।

This post has already been read 24 times!

Check Also

বগুড়ায় ‘পার্টনার’ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

আহমেদ আলী (পাবনা) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর …