Tuesday , April 29 2025

ওয়াপসা-বিবি আয়োজিত রংপুর বিভাগীয় কর্মশালা হাবিপ্রবিতে অনুষ্ঠিত

এগ্রিনিউজ২৪ কম: ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চ (ওয়াপসা-বিবি) আয়োজিত বিভাগীয় কর্মশালা সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর-এ অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির। এছাড়া কর্মশালায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম এবং নর্থ পোল্ট্রি প্রাইভেট ও নর্থ এগ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ কামরুল হক মানিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন হাবিপ্রবির ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রাকিবুল ইসলাম।

স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়াপসা-বিবি এর নির্বাহী কমিটির সদস্য ও ইলাঙ্ক ফার্মার কর্ণধার ডা. মোহাম্মদ আল আমীন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াপসা-বিবি এর নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস হোসেন। পোল্ট্রির আঞ্চলিক পরিসংখ্যান ও রোগবালাই বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. কামরুজ্জামান। প্রবন্ধের উপর বিশ্লেষণধর্মী আলোচনা করেন ড. সাজেদুল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগের প্রফেসরগণ, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের ডিনগণ, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রান্তিক পর্যায়ের খামারিগণ। এছাড়াও কর্মশালায় ওয়াপসা-বিবি এর নির্বাহী কমিটির সদস্য নাজমুস শাকিব হামিমসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।

কর্মশালায় পোল্ট্রি শিল্পের আঞ্চলিক চ্যালেঞ্জ, উন্নয়ন সম্ভাবনা এবং সমসাময়িক রোগ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উপস্থিত বক্তাগণ গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে পোল্ট্রি খাতের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

This post has already been read 57 times!

Check Also

ডিমের দামে অস্বাভাবিক পতন: খামারীদের সুরক্ষায় বিপিআইএ’র ৮ দফা!

নিজস্ব প্রতিবেদক: ডিমের দামের অস্বাভাবিক পতনে দিশেহারা দেশের লেয়ার (ডিমপাড়া মুরগি) খামারিগণ। হাজার হাজার ক্ষুদ্র …