Tuesday , April 29 2025

পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট অভিযান: কালো ধোঁয়া ও নিষিদ্ধ পলিথিনে জরিমানা ও সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২৯ এপ্রিল) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কালো ধোঁয়া ছেড়ে পরিবেশ দূষণকারী পরিবহনের বিরুদ্ধে আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধনী ২০১০) এর ৬(১) ধারা অনুযায়ী আইনভঙ্গের দায়ে ৬টি গাড়ির চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজন চালককে সতর্কও করা হয়।

এছাড়া, একই দিনে ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের দায়ে ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৯৭ কেজি পলিথিন জব্দ করা হয়।

অভিযানে বিভিন্ন সুপারশপ ও দোকান মালিকদের পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হয়। সাধারণ জনগণকেও সচেতন করা হয়।

পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে।

This post has already been read 27 times!

Check Also

বরিশালে উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে উপকূলীয় এলাকায় জলবায়ুসহনশীল কৃষি সম্পর্কে অংশীজনের সাথে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত …