নাহিদ বিন রফিক (বরিশাল): বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) বরিশাল নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষিবিদ ইনস্টিটিউটশন অব বাংলাদেশ (কেআইবি), বরিশাল জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি রমেন্দ্র নাথ বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ।
অনুষ্ঠানে মো. ওমর আলী শেখ বলেন, বঙ্গবন্ধু ছিলেন কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের নিবেদিত প্রাণ। কৃষির প্রতি ছিল তাঁর বিশেষ নজর। তাইতো ’৭২-৭৩ সালে ৫শ’ কোটি টাকার পুরো বাজেট বরাদ্দের মধ্যে ১শ’ ১কোটি টাকা কৃষিতে ব্যয় করে বুঝিয়ে দিয়েছেন কৃষি উন্নয়নই হচ্ছে দেশের উন্নয়ন। বঙ্গবন্ধু আজীবন স্বপ্ন দেখেছেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রকৃত দেশপ্রেম নিয়ে সচেতনতার সাথে আমাদের এগিয়ে যেতে হবে। সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের শ্রেষ্ঠ উপায়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার মো. একরামুল করিম চৌধুরী, ডিএই আঞ্চলিক অফিসের উপপরিচালক তুষার কান্তি সমদ্দার, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নুরুল আলম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য র্যালি খামারবাড়ির চত্বর হতে শুরু হয়ে অশ্বিনী কুমার হলে শেষ হয়। অনুষ্ঠানে শতাধিক কৃষিবিদ অংশগ্রহণ করেন।