আরিফুল ইসলাম, বাকৃবি :
বন্যা দূর্গত মানুষের সাহায্যার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পপ্রা-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারি নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রোক্টর, ট্রেজারারসহ বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক গঠিত কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয়, সংগৃহীত অর্থের দুই-তৃতীয়াংশ প্রদানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে এবং অবশিষ্ট অর্থ বন্যা দুর্গত এলাকার মানুষের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী হিসেবে বীজ, সবজি চারা, ধানের চারা, খাদ্য (চাউল, চিড়া , চিনি ,আলু), গোখাদ্য, পশু চিকিৎসা সামগ্রী, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওষুধ ইত্যাদি সামগ্রী সরাসরি দেয়া হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ছাত্র সংগঠন ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, হাসিমুখ, পদচিহ্ন, বিভিন্ন জেলা ছাত্র সমিতি এবং শিক্ষার্থীরাও নিজেদের সাধ্যমত বন্যার্তদের সহায়তার উদ্যোগ নিচ্ছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে দেশে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এছাড়াও তিনি দেশের বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী বন্যাদূর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।