কাজী কামাল হোসেন, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে আমন মওসুমে সুগন্ধি জাতের সমনি¦ত চাষ পদ্ধতির ওপর দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মহাদেবপুর উপজেলা কৃষি অফিসারের মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বায়ার ক্রপ সায়েন্স আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহা পরিচালক ড. মো. শাহজাহান কবির।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের রাজশাহী বিভাগের আঞ্চলিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম এবং মহাদেবপুরের উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম।
এ সময় বায়ার ক্রপস সায়েন্স-এর কর্মকর্তাদের মধ্যে মো. আব্দুল আজিজ খান, খন্দকার ফরিদ উদ্দিন, মো. জাহিদুল ইসলাম, সনজিদ সরকার, শাহাদত হোসেন এবং মান্দা কালিগ্রাম কৃষি পাঠাগারের পরিচালক জাহাঙ্গীর আলম শাহ উপস্থিত ছিলেন।
এলাকার ৩০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আলোচকরা সুগন্ধি ও বন্যা সহিষ্ণু যেমন ব্রি-ধান-৫২, বায়ারের অ্যারাইজ এজেড-৭০০৬ এবং বন্যা সহিষ্ণু আমন ভ্যারাইটি ধান চাষের ওপর গুরুত্ব আরোপ করেন।