শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

ঝিসভেকে ভর্তি বিজ্ঞপ্তি

কাজী আব্দুস সবুর, ঝিসভেক সংবাদদাতা : ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজ (ঝিসভেক ) এ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । ২৭ সেপ্টেম্বর অধ্যক্ষের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এবার মোট ৬০ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদাযালয়ের অধিভুক্ত খুলনা বিভাগের একমাত্র ভেটেরিনারি উচ্চশিক্ষার্থে ক্যাম্পাসটিতে ২০১৪ সালে ভর্তি কার্যক্রম শুরু হয়। বর্তমানে কলেজটিতে ২৪০ জন শিক্ষার্থী অধ্যায়নরত।

ভর্তি পরীক্ষার ফিঃ ৮০০ টাকা (টেলিটক প্রিপেইড মোবাইল থেকে আবেদন করত হবে)

অনলাইনে আবেদনের সময়সীমাঃ ১০অক্টোবর –৯ নভেম্বর (ছুটির দিন সহ ২৪ ঘণ্টা)

প্রবেশপত্র ডাউনলোডর তারিখ : ২০ নভম্বের বেলা ২ টা থেকে পরীক্ষার অাগের দিন পযর্ন্ত।

ভর্তি পরীক্ষাঃ ২৩ ডিসেম্বর সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। পদার্থ, রসায়ন, জীববিদ্যা, গণিত ও ইংরেজি বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন করা হবে।

ফলাফল প্রকাশঃ ২৩ ডিসেম্বর বিকাল ৬ ঘটিকায় ২০১৭।

মেধা তালিকা হতে ভর্তিঃ ৩১ ডিসেম্বর ২০১৭

ক্লাস শুরুঃ ৭ জানুয়ারী, ২০১৮

ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ভিজিট করুনঃ www.jgvetcollege bd.com

This post has already been read 4003 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …