Thursday , April 10 2025

কাজী এগ্রো লি. পরিবার ডিম মেলায় অংশগ্রহণ

received_1910239852628074বিশ্ব ডিম দিবস সারা বিশ্বে প্রতি বছর অক্টবর মাসের দ্বিতীয় শুক্রবার পালন করা হয়। দিবসটি প্রথম পালন করা হয় ১৯৯৬ সালে। গত ১৩ অক্টবর ২০১৭ ইং তারিখে সারা  বিশ্বের সাথে বাংলাদেশে ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে। এ বছর ২২ তম ডিম দিবস অনুষ্ঠিত হয়েছে কৃষিবিদ ইনস্টিটিউড বাংলাদেশ এ – ডিম মেলা, ডিম বিতরন এবং আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আয়োজকদের সঙ্গে অংশগ্রহন করেন  কাজী এগ্রো লিমিটেড পরিবারের  সদস্যবৃন্দ। ডিম দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল:- “সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই”।

  • প্রেস বিজ্ঞপ্তি

This post has already been read 5024 times!

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারের কোন মূল্য থাকবে না, যদি শহীদ পরিবারের মূল্য না থাকে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ …