শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

নির্বিঘ্নে বাকৃবির স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মো. আরিফুল ইসলাম (বাকৃবি):
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের  (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভতি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রায় ৭০ শতাংশ। এদিকে পরীক্ষা চলাকালে প্রকার অপ্রীতিকর ঘটনার কোন খবর পাওয়া যায়নি।
BAU Addmission test Exam pic-1
২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, ডিনবৃন্দ, রেজিস্টার, প্রক্টর প্রমুখ।

এদিকে ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রফ্রন্টের দুই গ্রুপ, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে ওই আনন্দ মিছিল বের করেন। ছাত্রদলের মিছিল ক্যাম্পাসের বাইরে ফাস্ট গেইট এলাকায় বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, অতীতের মত এবারও শতভাগ স্বচ্ছতার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন, ভবিষ্যতেও এ বিশ্ববিদ্যালয়ে শতভাগ স্বচ্ছভাবেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ মহাকর্মযজ্ঞে সহায়তা করার জন্য তিনি বিশ্ববিদ্যলয় পবিারের সকলকে ধন্যবাদ জানান।

ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক মাৎসবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী বলেন, আমরা সকলের সহযোগিতায় ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করছি খুব শীঘ্রই ফলাফল প্রকাশ করতে পারবো।

This post has already been read 3406 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …