মঙ্গলবার (১৪ নভেম্বর), সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় উদ্বোধন হলো এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ১১ তম ডিপো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল বাশার মিঠু, জেনারেল ম্যানেজার, সেলস্ এন্ড মার্কেটিং (ফিড) এজি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টেকনিক্যাল ম্যানেজার ডা. মো. মাহফুজর রহমান, ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার আব্দুল হাকিম, জাহিদ বিন জামান, রিজিওনাল সেলস্ অফিসার, অফিসারবৃন্দ (সেলস্ এন্ড মার্কেটিং ও টেকনিক্যাল সার্ভিস) এবং বিভিন্ন জেলা থেকে আগত অন্যান্য ডিলারবৃন্দ।
Special Correspondent: A high-profile seminar titled “Feed Cost Modulation and…



