সোমবার , নভেম্বর ২৫ ২০২৪

কক্সবাজারে এজি’র নতুন আরো একটি আউলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : দেশের পোলট্রি শিল্প এখন কেবল ডিম ও মুরগি বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা এখন নজর দিচ্ছে পোলট্রিজাত হিমায়িত খাদ্য উৎপাদন ও বিক্রির দিকে। আয়ের সাথে সঙ্গতি রেখে মানুষ এসব খাবারের দিকে ঝুঁকছেন দিনকে দিন। সম্প্রসারিত হচ্ছে এসব পণ্যের বাজার। এসব খাবার উৎপাদনকারী গুটিকয়েক কোম্পানির মধ্যে ইতোমধ্যে এজি ফুড লিমিটেড ভোক্তাদের মাঝে দারুন আস্থার জায়গা দখল করেছে। বাড়ছে এসব পণ্যের চাহিদা, সেই সাথে এজি ফুড তৈরি করছে নতুন নতুন আউটলেট যাতে ভোক্তা সাধারণ সহজেই তাদের পণ্য পেতে পারেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ নভেম্বর),  বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত হিসেবে পরিচিত কক্সবাজারে উদ্বোধন করা হয়েছে এজি’র ৫০ তম আউটলেট। আউলেটের ঠিকানা : ডি ডিনে, শফিক সেন্টার, মেইন রোড, কক্সবাজার এবং ফ্রাঞ্চাইজ মো. সাইফুদ্দিন খালেদ।

আউটলেটের  উদ্বোধন করেন এজি ফুডস লিমিটেড –এর বিপণন ও বাজারজাতকরণ বিভাগের মহাব্যবস্থাপক এএমএম নুরুল আলম, সহকারি মহাব্যবস্থাপক রফিকুল আলম খান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর জ্যৈষ্ঠ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শানূর জাহেদুল হাসান, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক সুলতান শৈবাল, এজি এগ্রো লিমিটেড এর পরিবেশক এবং এজি ফুড টিমের সদস্য ছাড়াও স্থানীয় গণমান্য ব্যাক্তিবর্গ।

এজি ফুড লিমিটেডের উৎপাদিত পণ্যগুলোর মধ্যে নাগেটস, মিটবল, ক্রিসপি (ড্রামস্টিক, ব্রেস্ট, থাই), সসেজ, হট উইংস, চিকেন স্প্রিং রোল, ফ্রায়েড রাইস, চিকেন সমুচা, চিকেন সিঙ্গারা ইত্যাদি ইতোমধ্যে ভোক্তাদের মাঝে দারুন জনপ্রিয়তা পেয়েছে বলে জানান, কোম্পানির বিপণন বিভাগের মহাব্যবস্থাপক এএমএম নুরুল আলম।

উদ্বোধন উপলক্ষ্যে এজি ফুড লিমিটেড এর সকল প্রকার ফ্রোজেন পণ্যের ওপর ১০% এবং সকল ফ্রাইড পণ্যের ওপর ২০% পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, এজি ফুড, আহসান গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

This post has already been read 5407 times!

Check Also

নরওয়ের সাথে সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: নরওয়ের সাথে বাংলাদেশের সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট …