নিজস্ব প্রতিবেদক : আগামি ৯ ডিসেম্বর, শনিবার, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলশী, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় পোষা পাখি, কবুতর, সৌখিন মাছ এবং পোল্ট্রি প্রদর্শনী-২০১৭। আয়োজক সূত্রে জানা যায়, বিভিন্ন প্রজাতির পাখি, কবুতর, সৌখিন মাছ, টার্কি, তিতির, কোয়েল, প্রাণি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের পণ্য, পাখি ও কবুতরের খাদ্য, খাঁচা ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদর্শন ও বিক্রয় উক্ত আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশারফ হেসেন, এম.পি এবং সভাপতিত্ব করবেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ ।
উল্লেখ্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বার্ড ব্রিডার্স এসোসিয়েশন, চট্টগ্রাম ফেন্সী পিজিয়ন ব্রিডার্স এসোসিয়েশন এবং এসোসিয়েশন অব এভিয়ান ভেটেরিনারিয়ান্স’ বাংলাদেশ প্রদর্শনীর মূল আয়োজক। প্রদর্শনী চলবে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং সকলের জন্য উন্মুক্ত।