নাহিদ বিন রফিক (বরিশাল): কম্বাইন হারভেস্টার দিয়ে আমন ধান কর্তন ও কৃষক মাঠদিবস ২২ ডিসেম্বর বরিশাল সদরের সাপানিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। সিসা-সিমিট’র ব্যবস্থাপনায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মো. মশিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মেহের মালিকা এবং কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি এস এম নাহিদ বিন রফিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ভূুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের কৃষি উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিনয় ভূষণ মন্ডল, মো. মনিরুজ্জামান, গীতা রানী রায়, স্থানীয় ইউপি সদস্য (সংরক্ষিত আসন) রেহেনা বেগম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বর্তমানে কৃষিতে যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। কম্বাইন হারভেস্টার কৃষির একটি অত্যাধুনিক যন্ত্র, যার মাধ্যমে অতি কম সময়ে ফসল কাটা এবং মাড়াই করা সম্ভব। এতে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি শস্যের অপচয় হ্রাস পায়। অনুষ্ঠানে শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।