Thursday , April 3 2025

বাকৃবি অফিসার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

আরীফ জাহাঙ্গীর সভাপতি ও মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

বাকৃবি সংবাদদাতা:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসার পরিষদের কার্যকরি কমিটির ২০১৮ সনের নির্বাচন বুধবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে আরীফ জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ মাহবুবুর রহমান ওরফে আলমগীর নির্বাচিত হয়েছেন।

কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. জিয়াউল হাসান (টিটু), কোষাধ্যক্ষ সৈয়দ আমান-উদ-দৌলা খান, দফতর ও প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আ.শ.ম. মঞ্জুরুল কবির, সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদক আসিফ মাহমুদ, মহিলা সম্পাদিকা মাকসুদা পারভীন। সদস্যরা হলেন- শেখ মো. সামস্উজ্জামান (রতন), মো. সাখাওয়াত হোসেন, মো. সাদেকুজ্জামান, এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ. মোহাম্মদ আরিফুর রহমান, এ.কে.এম. মানছুরুল ফেরদৌস।

বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৫টি পদের জন্য বিশ্ববিদ্যালয়ে ২৯ জন কর্মকর্তা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রধান নির্বাচন কমিশনার ড. মো. নাজমুল হক স্বপন রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

This post has already been read 5161 times!

Check Also

লাম্পি স্কিন ডিজিজ (LSD) ভ্যাকসিন যে দামে বিক্রি করবে সরকার

নিজস্ব প্রতিবেদক : গবাদিপ্রাণির মারাত্মক ক্ষতিকর রোগ লাম্পি স্কিন ডিজিজ (LSD) এর ভ্যাকসিন উৎপাদনসহ গ্রাহক …