মো. স্বপন আহাম্মেদ নকলা (শেরপুর): শেরপুরের নকলা উপজেলার প্রশাসন কতৃক আয়োজিত ৩ দিনের উন্নয়ন মেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ১১ জানুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এ উন্নয়ন মেলা প্রায় অর্ধশতাধিক উপজেলার বিভিন্ন দপ্তর কর্তৃক স্টল প্রদর্শিত হয়। ভিডিও কনফারন্সে উদ্বোধনী ঘোষণা শেষে নির্বাহী কর্মকর্তা দলীয় নেতাকর্মীদের নিয়ে স্টল গুলি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন মুকুল, মাজহারুল আনোয়ার মহাব্বত, বদ্দিউজ্জামান বদি, উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ন আয়হবায়ক এফ.এম. কামরুল আলম রঞ্জু, রেজাউল করিম রিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, এল.জি.ই.ডি কর্মকর্তা বিভুতি মোহন পাল, মৎস্য কর্মকর্তা লায়লা সুলতানা তাসনিম, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব মকবুল হোসেন, খাদ্য কর্মকর্তা সোহানা বিলকিস, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হকসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, আওয়ামীলীগ, যুবলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।