নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় কৃষি মন্ত্রণালয় গত বছরের ন্যায় এবারও প্রথম স্থান অর্জন করে। জেলা প্রশাসন আয়োজিত তিন দিনের এ মেলা ১৩ জানুয়ারি শেষ হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি ১৭০টি স্টল অংশ নেয়। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সমন্বিত কৃষিপ্যাভিলিয়নটি ছিল দেখারমতো।
এসব স্টলে স্থান পাওয়া গুরুত্বপূর্ণ উপকরণগুলোর মধ্যে সর্জান পদ্ধতিতে খাটো জাতের নারিকেল বাগান, ভাসমান কৃষি, ছাদবাগানের মডেল, কম্বাইন হারভেস্টারসহ অন্যান্য অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি, কৃষি প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, ফসলের জাত ও রোগপোকা পরিচিতি, হাতের ছোঁয়ায় তথ্য সেবা (কিয়স্ক), ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার অন্যতম। এছাড়া কৃষি উন্নয়নে বর্তমান সরকারের সাফল্যসহ অন্যান্য কৃষিসিনেমা প্রদর্শন করা হয়। এতে দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। মেলায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের পক্ষে অতিথিদের হাত থেকে প্রথম পুরস্কার হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমেন্দ্র নাথ বাড়ৈ। তাঁর সাথে ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।