রাজশাহী সংবাদদাতা: রাজশাহীর পবা উপজেলা কসজুমারস্ কমিটি গঠন উপলক্ষে দিনব্যাপী এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর ইস্যু বেইজড্ প্রজেক্ট অন ফুড সেফটি গভার্নেন্স ইন পোল্ট্রি সেক্টর প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পবা উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি কাজী গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় সুধী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, খামারী, গৃহিনী, কৃষক, হতদরিদ্র সহ ৪০ জন নারী-পুরুষ অংশ নেন।
সভায় বাস্তবায়নকারী সংস্থা ও দাতা সংস্থার পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য এবং ভোক্তা অধিকার সংরক্ষণসহ ক্যাবের কনজুমারস কমিটির দায়িত্ব-কর্তব্য বিষয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোসা. খায়রুন্নেছা, ভাইস চেয়ারম্যান এস.এম. আশরাফুল হক তোতা, ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, পবা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম, উপজেলা দূর্নীতি নির্র্মূল কমিটির সভাপতি অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, দরিদ্র মহিলা কর্ম সংস্থার নির্বাহী পরিচালক রহিমা বেগম, কলেজ ছাত্রী শারমীন আক্তার সোমা, ব্রিটিশ কাউন্সিলের প্রজেক্ট কো-অর্ডিনেটর (প্রকাশ) শ্যামল চাকমা, ক্যাবের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মোস্তফা কামাল, ফিল্ড কো-অর্ডিনেটর অমর ডি কস্টা, ফিল্ড অফিসার মহিদুল হাসান প্রমূখ।
সভা শেষে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্য্যনির্বাহী কমিটি গঠণের লক্ষে নাজমুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠণ করা হয়।
উল্লেখ্য, দাতা সংস্থা ইউকেএইড এর অর্থায়নে ও ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় ক্যাব রাজশাহীর পবা উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।