শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

‘Antimicrobial resistance in livestock’ প্রতিপাদ্যে পবিপ্রবি তে কনফারেন্স

মো. মুস্তাফিজুর রহমান পাপ্পু (পবিপ্রবি):
পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে The Coastal Vet Society (CVS) এর উদ্যোগে 1st Annual Scientific Conference 2018  আগামী ১৯ ফেব্রুয়ারি, সোমবার অনুষ্ঠিত হবে। কনফারেন্স উদযাপন কমিটির সদস্য-সচিব ও সহযোগী অধ্যাপক ড. অসিত কুমার পাল আজ এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ৯ টায় শুভ উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ। কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় “Antimicrobial resistance in livestock” এর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন Dr. Eric Brum (Country Team Leader, FAO ECTAD, Bangladesh). আরো উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর ড. নীতিশ চন্দ্র দেব নাথ (One Health Coordinator, FAO ECTAD, Bangladesh), মো. সিরাজুল হক, হেড অব এ্যানিমেল ডিভিশন, রেনাটা লিমিটেড এবং সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, সভাপতি, দি কোস্টাল ভেট সোইটি (সিবিএস) ও ডিন, এএনএসভিএম অনুষদ, পবিপ্রবি।

কনফারেন্সে বিভিন্ন বিদেশী উন্নয়ন সংস্থার প্রাণিসম্পদ বিশেষজ্ঞগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, মাস্টার্স ও ইন্টার্নীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবেন বলে জানা যায়। কনফারেন্স আয়োজনে সার্বিক সহযোগিতা করবে রেনেটা লিমিটেড (এনিমেল হেলথ ডিভিশন) এবং একমি ল্যাবরেটরীজ লি. (ভেটেরিনারি ডিভিশন)।

This post has already been read 2880 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …