একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষ্যে ভাষা-শহিদদের স্মরণে বুধবার, মোহাম্মদপুরস্থ বসিলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে চায়না-বাংলা মেডিকেল অ্যালুমনাই। এতে প্রায় ৩৫০-৪০০ জন পুরুষ- মহিলা রোগীদের সু চিকিসসার বাবস্থা করা হয়। গরীব এবং দুস্থদের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়। এ আয়োজনে আরও ছিল বিনামূল্যে রক্তের গ্লুকোজ নির্ণয়, রক্তের গ্রুপ নির্ণয়, দাঁত পরীক্ষাসহ নানান ধরণের সেবা। চীন থেকে এম.বি.বি.এস পাশকৃত একদল মেধাবী তরুণ-তরুণী এই বিশাল কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন। উপস্থিত রোগীদের সবাই সেবাসমূহে সন্তুষ্টি প্রকাশ করেছেন জানা যায়।
উল্লেখ্য, চায়নিজ মেডিকেল অ্যালুমনাই অব বাংলাদেশ চীন থেকে পাশকৃত ডাক্তার এবং বতর্মানে যারা চীনে মেডিকেল অধ্যয়ন করছেন তাদের নিয়ে গঠিত একটি সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে চীনে পাশকৃত ডাক্তার এবং বর্তমানে যারা অধ্যয়ন করছেন তাদের বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। সংগঠনের সদস্যরা চীন থেকে পাশ করে বিএমডিসি রেজিস্ট্রেশন নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে কৃতিত্বের সাথে সেবা প্রদান করে যাচ্ছেন। সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচী গ্রহন করে থাকে। যার একটি হল এই বিনামূল্যে আয়োজিত মেডিকেল ক্যাম্প, যা সংগঠনটির সদস্যদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আয়োজিত। সংগঠনটি ভবিষ্যতেও এমনভাবে সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণে বদ্ধ পরিকর।
- বিজ্ঞপ্তি!