শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

রাজশাহীতে এজি’র ৬০তম আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় পোলট্রি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এজি ফুড –আউটলেট সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। বুধবার (১৪মার্চ) রাজশাহী জেলার ভারালিপাড়াতে (হোল্ডিং-০০২১-০১, ওয়ার্ড নং-১৭, শহীদ জিয়া শিশু পার্ক এর বিপরীত পার্শে) ৬০তম আউটলেট উদ্বোধন করা হয়েছে।

উৎসবমুখর পরিবেশে আউটলেটের  উদ্বোধন করেন ডা. হুমায়ুন কবির, এডি, ডিএল্এস; ডা. জুলফিকার মো. আক্তার হোসেন, এডি, এআই, ডিএলএস; রাজশাহী এবং ফ্রাঞ্চাইজ মিসেস জান্নাতুল ফেরদাউস, এজি এগ্রো ফুডস লিমিটেডের সহকারি মহাব্যবস্থাপক (বিপণন) কৃষিবিদ মো. রফিকুল আলম খান (জিমি) ও অন্যান্য কর্মকর্তাগণ ছাড়াও স্থানীয় গণমান্য ব্যক্তিগণ।

এজি ফুড উৎপাদিত পণ্যগুলোর মধ্যে নাগেটস, মিটবল, ক্রিসপি (ড্রামস্টিক, ব্রেস্ট, থাই), সসেজ, হট উইংস, চিকেন স্প্রিং রোল, ফ্রায়েড রাইস, চিকেন সমুচা, চিকেন সিঙ্গারা ইত্যাদি বেশ জনপ্রিয়।

উদ্বোধন উপলক্ষ্যে এজি ফুড লিমিটেড এর সকল প্রকার ফ্রোজেন পণ্যের ওপর ১০% এবং সকল ফ্রাইড পণ্যের ওপর ২০% পর্যন্ত বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

আশা করি, বিশ্বস্ত মান এবং মুখোরোচক স্বাদের সমন্বয়ে উৎপাদিত এজি ফুড এর পণ্য রাজশাহীর ভোজনপ্রিয় মানুষ সাদরে গ্রহণ করবে।

উল্লেখ্য, এজি ফুড, আহসান গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

 

This post has already been read 2580 times!

Check Also

ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) এর বিক্ষোভ সমাবেশ

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামলীগের বিদায়ের তিন মাস অতিক্রান্ত হলেও প্রাণিসম্পদ অধিদপ্তরে …