নাহিদ বিন রফিক (বরিশাল): একসময় আমরা নিম্নআয়ের দেশে অন্তর্ভুক্ত ছিলাম। তা পেরিয়ে নিম্নমধ্যআয়ে পরিণত হলাম। দেশের উন্নয়ন এখন একধাপ এগিয়ে। ২০ মার্চ নগরীর বঙ্গবন্ধু উদ্যানচত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম মোস্তফা এসব কথা বলেন। নিম্নআয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণ উপলক্ষে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. কামরুল আমিন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেছুর রহমান প্রমুখ।
এ উপলক্ষে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফজলুল হকের নেতৃত্বে খামারবাড়ির ক্যাম্পাস হতে র্যালি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে বঙ্গবন্ধু উদ্যানে শেষ হয়। এতে সদরের উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াসমিন, মেট্টোপলিটন কৃষি অফিসার ফাহিমা হক, কৃষি প্রকৌশলী মো. মশিউর রহমান, মেট্টোপলিটন কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ অফিসার সুনীতি কুমার সাহা, কৃষি তথ্য সার্ভিসের প্রতিনিধি নাহিদ বিন রফিক অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
এ বিশাল অর্জনের লক্ষ্যে ২০ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত নানা কর্মসূচির মধ্যদিয়ে দেশব্যাপি সেবা সপ্তাহ পালন হচ্ছে। এর অংশ হিসেবে সেমিনার, শিশুদের ছবি আঁকা, নৌকাবাইচ, বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতার পাশাপাশি কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে বিশেষ আয়োজন কৃষিতে সরকারের সাফল্যগাঁথা প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন।