নাহিদ বিন রফিক (বরিশাল) : আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা বৃহস্পতিবার (২৯ মার্চ) নগরীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ।
উপপরিচালক তুষার কান্তি সমদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. একেএম মিজানুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদ আল হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন, বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত কৃষক মো. মাহফুজুর রহমান প্রমুখ।
সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, এ অঞ্চলের উপযোগি প্রযুক্তি এবং ফসলের যেসব জাতগুলো আজ সুপারিশ সহকারে উপস্থাপন করা হলো, সেগুলো সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং এর সমাধানের পথ খুঁজে বের করে সমন্বিতভাবে কাজ করতে হবে। তবেই সরকারের এ মহতি উদ্যোগ হবে স্বার্থক। অনুষ্ঠানে কৃষক প্রতিনিধিসহ ডিএই, কৃষি তথ্য সার্ভিস, ব্রি, বারি, বিনা, এসআরডিআই এবং বীজ প্রত্যয়ন এজেন্সি এবং তুলা উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।