Friday , April 4 2025

গোপালপুরে কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা (আইপিএম) কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় রবি ২০১৭-১৮ মৌসুমে চাতুটিয়া কৃষক মাঠ স্কুল সবজি’র মাঠ দিবস গত ২৮ মার্চ বুধবার বিকেলে হাদিরা ইউনিয়নের চাতুটিয়া গ্রামের মোশারফ হোসেনের বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদিন, ইউপি সদস্য নাসরিন জামান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহাম্মদ আবদুল হালিম, উপ-সহকারি কৃষি অফিসার মো. আবদুল বাছেদ, মো. আক্তারুজ্জামান, মুহাম্মদ হামিদুল হক ও মো. আবু কায়সার রাসেল প্রমুখ।

This post has already been read 3591 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …