নিজস্ব প্রতিনিধি (রাজশাহী): রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর মিলনায়তনে মঙ্গলবার (১০ এপ্রিল) উপজেলা কনজুমারস কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ইউকেএইড এর অর্থায়নে ও ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর বাস্তবায়িত ইস্যু বেইজড্ প্রজেক্ট অন ফুড সেফটি গভার্নেন্স ইন পোল্ট্রি সেক্টর প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কাজী নাজমুল ইসলাম।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও পোল্ট্রি সেক্টরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন প্রধান অতিথি নওহাটা পৌরসভার মেয়র শেখ মো. মকবুল হোসেন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপদেষ্টা সদস্য অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, মো. জাহিদুর রহমান, মুক্তিযোদ্ধা এস.এম কামরুজ্জামান, সাধারন সম্পাদক মো. ওয়াজেদ আলী খান প্রমূখ।
সভায় কনজুমারস কমিটির গঠণতন্ত্র পেশ করেন সাংগঠনিক সম্পাদক সোহেল মাহবুব। প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে সহযোগিতার ক্ষেত্র নির্ণয়ে আলোচনায় ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের মাঠ সমম্বয়কারী অমর ডি কস্টা।