Friday , April 4 2025

সুন্দরবনে কয়লা বোঝাই কার্গো জাহাজ

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : বাগেরহাটের জেলার মোংলার সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মালিকপক্ষ ডুবন্ত জাহাজটি মার্কিং ও উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছে। ডুবে যাওয়া কার্গো জাহাজের ড্রাইভার মো: আমির হোসেন জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-০৬ নম্বর এ্যাংকোরেজে থাকা একটি বিদেশী জাহাজ থেকে প্রায় ৭শ ৭৫ মেট্টিক টন কয়লা বোঝাই করে এম,ভি বিলাস নামক কার্গো জাহাজটি শনিবার দুপুর ২টার চ্যানেলের কূলের/তীরের কাছাকাছি গিয়ে অবস্থান নেয়। এরপর রবিবার গভীর রাতে (৩টা) ভাটার সময় জাহাজটি চরে আটকে কাত হয়ে গিয়ে ডুবে যায়। ভাটার সময় জাহাজটির মাষ্টার ব্রিজের আশিংক দেখা গেলেও জোয়ারের সময় জাহাজটি পুরোপুরি তলিয়ে থাকছে। কয়লা নিয়ে জাহাজটি ঢাকার মীরপুরের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল বলেও জানিয়েছেন কার্গো জাহাজের ড্রাইভার আমির।

পশুর চ্যানেলে কার্গো জাহাজ ডুবির ঘটনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার মো: ওয়ালিউল্লাহ বলেন, কার্গো জাহাজটি বন্দরের মুল চ্যানেলের বাহিরে ডুবেছে। এতে চ্যানেল সম্পূর্ণ ঝুকিমুক্ত রয়েছে। ডুবন্ত জাহাজটি দ্রæত উদ্ধারের জন্য মালিকপক্ষকে রবিবার সকালে নোটিশ করা হয়েছে। সুন্দরবনে কয়লা বোঝাই কার্গো ডুবির ঘটনায় পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: মাহামুদুল হাসান বলেন, সুন্দরবনের অভ্যন্তরে কয়লার জাহাজ ডুবির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

This post has already been read 3988 times!

Check Also

দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযানে প্রায় ২০ কোটি টাকা জরিমানা, ৪৬২ ইটভাটা বন্ধ

নিজস্ব সংবাদদাতা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে ২ …